রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

র‌্যাব ও সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে রাঙামাটিতে অস্ত্রসহ এক সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে ও সোমবার গভীর রাতে জেলার নানিয়ারচর ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালায় র‌্যাব ও সেনাবাহিনী।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ এর চাঁদা সংগ্রহকারী শংকদীশ কুমার বড়ুয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটক শংকদীশ বড়ুয়া চট্টগ্রামের হাটহাজারী থানার মৃত কালি কুমার বড়ুয়ার ছেলে।

এর আগে সোমবার বিকেলে নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল উপজেলার ১৯ মাইল এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর মূল দলের সন্ত্রাসী দিগন্ত চাকমাকে আটক করে। সে অপর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।