ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি মোহর আলী (৩৪) নামের এক ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোহর আলি দৌলতপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. তহিদুল ইসলাম হাদুর ছেলে।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম জানান, উপজেলার বাহির চর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশে একটি টিম সেখানে অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এসময় মোহর আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মোহর আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে বলেও জানান ওসি।