ঝিনাইদহে থেমে থেমে বৃষ্টি, স্থবির জনজীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে, ছবি: বার্তা২৪.কম

বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে, ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ২টা থেকে আকাশে শুরু হয় মেঘের গর্জন। তারপর বৃষ্টি নামে।

ভোরে একটু কমলেও সকাল ৮টার দিকে আবারও শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে গৃহবন্দী হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।

বিজ্ঞাপন

শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকার চা দোকানি চিত্তরঞ্জন বলেন, সকালে বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি একদম কমে গেছে। বেচা-কেনা হচ্ছে না।

এদিকে, অসময়ের এ বৃষ্টিতে গম, মসুর, ছোলা ও লাউ কুমড়ার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে বোরো ধানের উপকার হবে বলে জানিয়েছেন তারা।