পঞ্চগড়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আহতরা /ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আহতরা /ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবিয়াল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, সকালে সদর উপজেলার চাকলাতর হাট ইউনিয়নের শিংরোড দেওয়ানীপাড়ায় একটি জমির মালিকানা নিয়ে রাফিয়ালের সঙ্গে তার চাচা নুর মোস্তফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রবিয়ালসহ সাতজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান লোপা বলেন, রবিয়ালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রবিয়াল নামে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।