গণিতকে ভয় নয় উপভোগ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গণিত উৎসবে অংশ নিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: বার্তা২৪.কম

গণিত উৎসবে অংশ নিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: বার্তা২৪.কম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করা গেলে তারা যথার্থ মেধাবী হিসেবে গড়ে উঠবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে গণিত উৎসব উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের’ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ছাত্রছাত্রী এ গণিত উৎসবে অংশ নেয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গণিতকে ভয় নয় উপভোগ করতে হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য দেন- পুলিশ সুপার এস এম মুরাদ আলী, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।