পঞ্চগড়ে ৩৯ হজযাত্রীর টাকা আত্মসাৎ, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া  সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির পরিচালক হাফেজ আব্দুল জলিল, ছবি: সংগৃহীত

আটক হওয়া সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির পরিচালক হাফেজ আব্দুল জলিল, ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ৩৯ হজযাত্রীর ৮২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় কুমিল্লা থেকে সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির পরিচালক হাফেজ আব্দুল জলিলকে (৫২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জলিলকে কুমিল্লা থেকে আটকের পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০১৯ সালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ৩৯ হজযাত্রীর কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকা আত্মসাৎ করে সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স ও এটিএম ট্রাভেলস্ ও ট্যুরস্ লিমিটেড নামে দুটি এজেন্সি। ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেলে সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির ব্যবস্থাপনা পরিচালককে কুমিল্লা থেকে আটক করা হয়।