‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করছে ১৯৫ দেশ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সাঘাটা ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

সাঘাটা ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুধু আমরাই করছি এমনটা নয়, ইউনেস্কোর ১৯৫টি দেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির নেতাদের সমালোচনা করে ফজলে রাব্বী মিয়া বলেন, আপনারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করতে জানেন। আমরা ওপেন চ্যালেঞ্জে যাব, আপনারা কী করেছেন আর শেখ হাসিনা কী করেছে। আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তারা কেউ হেরে যাব না।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা দুদু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মণ্ডল প্রমুখ।