মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি: সংগৃহীত

মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের শহীদ বাচ্চু সড়ক এলাকায় অবস্থিত প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে  শিক্ষার্থীদের অংশগ্রহণে এই  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সেলিনা আখতার জানান, ১৯৯৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। সেই সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল মাত্র ২০ জন। বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে এজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে।