সৈয়দপুর বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

সৈয়দপুর বিমানবন্দর, ছবি: বার্তা২৪.কম

সৈয়দপুর বিমানবন্দর, ছবি: বার্তা২৪.কম

সৈয়দপুর বিমানবন্দরের ভেতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ৩ যুবকের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তিন যুবককে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কনস্টেবল মোহাম্মদ সেলিমকে (কনস্টেবল নং-৮৩০৩) সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার ৩ যুবকের মধ্যে দুই ভাই হলেন- সৈয়দপুর পৌর শহরের হাতিখানা এলাকার শরীফ উদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২৫) ও হায়দার আলী (২২)। অপরজন একই মহল্লার আলী হোসেনের ছেলে ইজাজ আহমেদ (২৪)।

এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক সালেকুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বার্তা২৪.কমকে জানান, গ্রেফতারকৃত ওই তিন যুবককে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।