হবিগঞ্জে হ্যান্ডকাপসহ পালালো দুই আসামি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে গ্রেফতারের পর পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে দুই আসামি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, জয়পুর গ্রামের জাহির মিয়া ও তার ছোট ভাই কালাম মিয়ার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি কালাম মিয়ার স্ত্রী নাছিমা বেগম বিভিন্ন অভিযোগ এনে জাহির মিয়া ও তার ছেলের বিরুদ্ধে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি এফআইয়ার হলে শুক্রবার সন্ধ্যায় একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহির মিয়া ও তার ছেলে হৃদয়কে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতার করে নিয়ে আসার সময় জাহির মিয়ার পরিবারের লোকজন হট্টগোল বাধিয়ে দেন। এই সুযোগে দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় আসামিদের পালাতে সহযোগিতা করার অভিযোগে পাঁচ নারীসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা জানতে বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে মোবাইলে বারাবার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।

পরে বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন, আমি এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, পুরো ঘটনাটি জেনে পরে বিস্তারিত জানানো হবে।