ঠাকুরগাঁওয়ে একুশে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়/ছবি: সংগৃহীত

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়/ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সাত দিনব্যাপী একুশে বই মেলার সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার মনিরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ মনোতোষ কুমার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমরা রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা।

পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।