শিবগঞ্জে পদ্মা নদী থেকে হরিণ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত হরিণটি, ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত হরিণটি, ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

উপজেলার তারাপুর গ্রামের কারিম, সারওয়ার, মানারুল, জোহরুল ও মানিক জানান, কয়েকজন যুবক পদ্মার পাড়ে গরুর খাবার সংগ্রহ করছিলেন। এ সময় পানিতে হরিণটি পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টি তৎক্ষণিকভাবে মনাকষাই ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দিনকে জানানো হলে তিনি মাসুদপুর বিওপির বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ঘটনাটি জানান।

বিজ্ঞাপন
হরিণটি উদ্ধার করেন স্থানীয় লোকজন, ছবি: বার্তা২৪.কম

পরে বিজিবি এসে হরিণটি মাসুদপুর বিওপিতে নিয়ে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য সমির উদ্দিন জানান, বিজিবির মাধ্যমে স্থানীয় বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।