কাপ্তাইয়ে নৌকা ডুবি: নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামীর সঙ্গে স্ত্রী টুম্পা ও ছেলে বিজয়, ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে স্ত্রী টুম্পা ও ছেলে বিজয়, ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসের দিন রাঙামাটির কাপ্তাইয়ে নৌকা ডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা মরা খাল সংলগ্ন কর্ণফুলি নদী থেকে ভাসমান মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন চট্টগ্রাম থেকে ইসকনের ১২৭ সদস্যের একটি দল রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় আসে। তারপর তিনটি ইঞ্জিনচালিত নৌকা যোগে চিৎমরম বৌদ্ধ বিহারে যাওয়ার সময় একটি নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়। এ ঘটনায় সেদিন বিকেলে দেবলীনা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করতে পারলেও মা টুম্পা মজুমদার (৩০) ও তার ছেলে বিজয় মজুমদারকে (৫) উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনার ৫ দিন পর মঙ্গলবার সকালে মা-ছেলের মরদেহ উদ্ধার করল রাঙ্গুনিয়া থানা পুলিশ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।