বসন্তে কুয়াশার চাদরে মোড়ানো গাইবান্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল। ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল। ছবি: বার্তা২৪.কম

চলতি বছর গাইবান্ধায় অসহনীয় শীত অনুভূত হয়েছে। বর্তমানে প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের। সাধারণত এই বসন্তে রোদের ঝলকানির সঙ্গে গরম হাওয়া বইতে থাকে। কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে। বসন্তের শুরু থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল।

গত কয়েকদিন ধরে রাতের বেলায় শুধু কুয়াশা পড়েছে। কিন্তু সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে দিনের বেলাও ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে গাইবান্ধার মাঠ-ঘাট।সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও সূর্যের দেখা মেলেনি।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক সায়েদ আলী জানান, এর আগে পৌষ-মাঘ মাসে শীতের কারণে বীজতলার অনেক ক্ষতি হয়েছে। তারপরও কিছু সংখ্যক চারা নেয়া সম্ভব হয়েছে। এই চারা দিয়ে রোপণ কাজ শুরু করতেই আবারো অঝোরে কুয়াশা পড়ছে। এতে রোপা ইরি ধান চাষাবাদ হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কমকে জানান, বসন্তে হঠাৎ করে কুয়াশা পড়েছে। তবে ইরি ক্ষেতে এর তেমন প্রভাব পড়বে না।