হবিগঞ্জে পটকা মাছ খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে ভর্তি, ছবি: বার্তা২৪.কম

পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে ভর্তি, ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে একই পরিবারের ১০ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থরা হলেন- উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম। তারা সবাই একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনে নেন আব্দুল জলিল। রাতে পরিবারের সবাই মিলে খাওয়া-দাওয়ার শেষে তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে সদর হাসপাতালে চিকিৎসক কলি আক্তার বলেন, ‘এর আগেও পটকা মাছ খেয়ে দেশের বিভিন্ন স্থানে অনেকে অসুস্থ হয়েছেন। এমনকি বেশ কয়েকজন মারাও গেছেন। এরপর থেকে পটকা মাছ বাজারের কেনা-বেচা নিষিদ্ধ করা হয় এবং পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতন করা হয়। কিন্তু এরপরও এই মাছ খাওয়ার কারণেই মূলত তারা অসুস্থ হয়ে পড়েছেন।’