কুয়াশায় অস্পষ্ট ঢাকা-খুলনা মহাসড়ক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

কুয়াশায় অস্পষ্ট পথ-ঘাট/ ছবি: বার্তা২৪.কম

কুয়াশায় অস্পষ্ট পথ-ঘাট/ ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে দেখা যাচ্ছে না কিছুই। সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। গভীর রাত থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে বন্ধ হয়ে যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।

অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহন চলছে ধীরগতিতে। দুর্ঘটনা এড়াতে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকাল ৯টা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকার। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। বাতাসের সাথে হালকা ভেসে আসছে শিশির।

বালিয়াকান্দির নারুয়া থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের চালক আবু মুসা বার্তা২৪.কম-কে বলেন, এতো কুয়াশা যে সামনের এক হাতও দেখা যাচ্ছে না। গাড়ী খুবই ধীরগতিতে চালাচ্ছি। হেডলাইট জ্বালিয়ে রাখা হয়েছে।