বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, ছবি: সংগ্রহীত

আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, ছবি: সংগ্রহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলার ঝালিঙি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ উপস্থিত থেকে মরহুমের মরদেহ জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর স্যালুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর ঝালিঙি কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার সকালে পলাশবাড়ী উপজেলার ঝালিঙি এলাকার এক ভাড়াবাসায় আব্দুল আজিজ সরকার (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধিজনরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।