রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

সাপছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পিকনিকের বাস

সাপছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পিকনিকের বাস

রাঙামাটির সাপছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে বাসটির হেলপার মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর পতেঙ্গা থেকে রাঙামাটির উদ্দেশে পিকনিকে যাচ্ছিল বাসটি (চট্রগ্রাম ব ০৫-০০১৫)। রাঙামাটির সাপছড়িতে এসে বাসটি উল্টে গিয়ে বাসটির হেলপার নিহত হন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের যাত্রীরা সবাই পতেঙ্গা ট্রেন্ডেক্স ফার্নিচার গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শওকত আকবর জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে এখনো পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরপরই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী আহতদের খোঁজ খবর নিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আসেন। এ সময় জেলা প্রশাসক নিহত হেলপারের পরিবারকে ১৫,০০০ টাকার অনুদান ঘোষণা করেন।