শিবালয়ে নকলের দায়ে ২ পরীক্ষার্থীসহ বহিষ্কার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে দুই পরীক্ষার্থী এবং বরঙ্গাইল কেন্দ্রে পরীক্ষায় সহায়তা করার দায়ে দুই শিক্ষককে বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে নকলসহ হাতেনাতে ধরা পড়ার পর এই বহিষ্কারাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বার্তা২৪.কমকে জানান, চলমান এসএসসি পরীক্ষা (সাধারণ গনিত) দেওয়ার সময় নকল করছিল ওই দুই শিক্ষার্থী। পরীক্ষায় অসাধু উপায়ে নকলের দায়ে তাদেরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

এছাড়া উপজেলার বরংগাইল কেন্দ্রে পরীক্ষার্থীকে সহায়তা করার দায়ে দায়িত্বরত দুই শিক্ষককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া শিক্ষকেরা উপজেলার ঢাকাইজোড়া হাজী কোরবান আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বলে জানান ইউএনও।