গাইবান্ধায় অবৈধভাবে ইটভাটা স্থাপন, জরিমানা ৩ লাখ টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়/ছবি: বার্তা২৪.কম

আগুন দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়/ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সদর উপজেলায় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ইটভাটা স্থাপনের দায়ে তিনটি ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবদুল মতিন।

বিজ্ঞাপন

জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে- উপজেলার এসএসবি ব্রিকস, এডিবি ব্রিকস এবং ফ্রেন্ডস ব্রিকস। এগুলোর পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকার অপরাধে প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহাতায় ইটভাটার আগুন পানি দিয়ে নেভানো হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কমকে বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।