পুলিশের কাছে সহায়তা পেতে টাকা লাগে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। ছবি: বার্তা২৪.কম

থানায় মামলা ও জিডিসহ পুলিশের কাছে আইনগত সহায়তা পেতে কোনো প্রকার টাকা লাগে না বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। পলাশবাড়ী থানা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে সেবা প্রত্যাশাকালে কেউ যদি টাকা চায় বা কোনো দালাল আপনার পিছু নেয় তাহলে আমার মোবাইলে কল করুন। বিষয়টি আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। জেলার প্রতিটি থানা হবে দালালমুক্ত।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু তালেব সরকার তারা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।