হবিগঞ্জে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহের দায়ে কেন্দ্র সচিবের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কেন্দ্র সচিবসহ কারাদণ্ডপ্রাপ্ত ৩ শিক্ষক

কেন্দ্র সচিবসহ কারাদণ্ডপ্রাপ্ত ৩ শিক্ষক

হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক ও কেন্দ্র সচিব মো. নাছির উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন ও দ্বিপন চন্দ্র পাল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, রোববার এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র চলাকালে চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের তিন শিক্ষক পরীক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে আসলে তিন শিক্ষককে আটক করা হয়। রাতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হলে তারা ঘটনার দায় স্বীকার করেন। পরে আদালত প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসাধু উপায় অবলম্বন সহ্য করা হবে না। যেই করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।