৬ দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ

বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ

ছয় দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৩ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড আরবান ফোরাম’র দশম সম্মেলনে অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা হতে ছয় ফেব্রুয়ারি এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন।

দেওয়ান কামালের সফরসঙ্গী হিসেবে থাকবেন আরও চারজন পৌর মেয়র। এরা হলেন- ম্যাবের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, বগুড়া পৌরসভার মেয়র মাহাবুবার রহমান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

মন্ত্রণালয় সূত্র জানায়, ইউনাইটেড সিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টস এশিয়া প্যাসিফিক (ইউসিএলজি-এএসপিএসি) এবং ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কর্তৃক ‘ওয়াল্ড আরবান ফোরাম’র দশম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।