গাইবান্ধায় ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সওজ বিভাগ উচ্ছেদ অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

সওজ বিভাগ উচ্ছেদ অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা প্রায় ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। দুই দিন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার শহরের থানামোড় থেকে চারমাথা পর্যন্ত অভিযান চালানোা হয়। এসময় রাস্তার দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ঘরবাড়িসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সওজ অধিদফতরের ‘এস্টেট অ্যান্ড ল’ অফিসার মো. মাহবুবুর রহমান ফারুকী এ অভিযানে নেতত্ব দেন।

এসময় গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিংসহ বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিলো। তবুও তারা জায়গা দখল করে রেখেছিলেন। পরে পৃথক দুটি অভিযানে প্রায় ৮ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।