কুড়িগ্রামে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নাগেশ্বরীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন, ছবি: সংগৃহীত

নাগেশ্বরীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন, ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির বাস্তবায়নে নাগেশ্বরী উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকারি বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এ প্রশিক্ষণের আয়োজন করে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম। প্রশিক্ষণে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) রওশন কবীর, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, পুলিশ, ব্যবসায়ী, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, ব্যবসায়ীসহ অনেকেই উপস্থিত ছিলেন।