গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সদর উপজেলার বালুচর গ্রামে শামসুন্নাহার বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

ছামুচুন্নাহার উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের বালুচর গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শোবার ঘর থেকে নিখোঁজ হন ছুমচুন্নাহার। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকা মরদেহ দেখা যায়। পরে সোমবার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার বার্তা২৪.কমকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।