কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার ভোররাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয় জামাল। এ ঘটনার পর গুলিবিদ্ধ জামালকে তার পরিবারের লোকজন উদ্ধার করে মামলার ভয়ে লুকিয়ে রাখে। পরে বিকেলে জামালের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে জামালের পরিবারের দাবি, বিএসএফের গুলিতে গুরুতর আহত জামালকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহত জামাল নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহাদৎ।

কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।