নকল সার কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় নকল সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার সাতমাইল (আরভি কোম্পানির গোডাউন) সংলগ্ন উমাইয়া ট্রেডার্স নামে একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।

তিনি জানান, উমাইয়া ট্রেডার্সের মালিক মিলন আহমেদ বেশ কিছুদিন ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণে নকল সার ও কীটনাশক, খালি প্যাকেট এবং মেশিন জব্দ করে ধ্বংস করা করা হয়। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অশোক কুমার কর্মকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।