কুমিল্লায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মো. মোক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় মোক্তার হোসেনের আরও দুই ভাই গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার একই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তবে তাঁর অপর দুই ভাই ও সন্ত্রাসীদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

রাত ৯টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.বিল্লাল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে চাঁদা না দেওয়ার ওই তিন ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় ওই সন্ত্রাসীরা তিন ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোক্তার নিহত হন। গুরুতর আহত অপর দুই ভাই।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘মোক্তার হোসেন নামের একজন খুন হয়েছেন। আর আহত দুই জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আমরা খুনের কারণ এখনো জানতে পারিনি। ঘটনাটি নিয়ে আমাদের তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে।’