নির্বাচন বিএনপির লক্ষ্য নয়: ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন ইনু, ছবি: বার্তা২৪.কম

লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন ইনু, ছবি: বার্তা২৪.কম

নির্বাচন বিএনপির লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, নির্বাচনকে ব্যবহার করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেকাদায় ফেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।

ইনু বলেন, নির্বাচনকে ব্যবহার করে একটি রাজনৈতিক নিন্মচাপ ও ঘূর্ণিঝড় তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এজন্য তারা নির্বাচনকে নির্বাচন হিসেবে না দেখে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তৈরি করতে চায়।

জাতির পিতা, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা কথা বলে না, তারা কোনো প্রতিষ্ঠানে যাওয়ার যোগ্যতা রাখেনা বলেও উল্লেখ করেন তিনি।

এসময় জাসদ কেন্দ্রীয় নেতা মো. আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলামসহ স্কুল কমিটির সদস্য ও জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।