কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ, লাভবান কৃষক

  • মো. জুয়েল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

গাঁদা ফুল, ছবি: বার্তা২৪.কম

গাঁদা ফুল, ছবি: বার্তা২৪.কম

বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হতে শুরু করেছে কুড়িগ্রামের কৃষকরা। জেলা প্রশাসন, কৃষি বিভাগসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কৃষকদের ফুলচাষে আগ্রহী করে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে। এতে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা।

গাঁদা ও গ্লাডিওলাস ফুল, ছবি: বার্তা২৪.কম

বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলাসহ রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরীতে ফুল চাষ করা হচ্ছে। এখানে রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, ক্যাবেজ, গোলাপ, গাঁদা, প্রজাপতিসহ নানা জাতের ফুল চাষ হয়।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ফুল চাষি আলমগীর হোসেন বলেন, ‘বিভিন্ন জাতের ফুল চাষ করে লাভবান হচ্ছি। এলাকায় ফুল কেনার চাহিদা বাড়ছে।’

গাঁদা ও চন্দ্রমল্লিকা ফুল, ছবি: বার্তা২৪.কম

রাজারহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী জানান, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করছে।

বিজ্ঞাপন