হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া দুই অটোরিকশা চালকের মরদেহ, ছবি: বার্তা২৪.কম

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া দুই অটোরিকশা চালকের মরদেহ, ছবি: বার্তা২৪.কম

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত গাড়ির চাপায় দুই সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউপির মন্ডলকাপন গ্রামের আতিক উল্লার ছেলে আব্দুর রকিব ও একই ইউপির নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া।

বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান জানান, সকালে উপজেলার পুটিজুরী থেকে একটি অটোরিকশায় মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোরিকশা চালক। পথে বাগানবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।