প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন বাবা
ঝিনাইদহের কালীগঞ্জে মরিয়ম খাতুন (৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছে পাষণ্ড বাবা।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার চাপালী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মরিয়ম চাপালী গ্রামের গ্যারেজ মিস্ত্রি হযরত আলীর মেয়ে।
প্রতিবেশীরা জানান, শনিবার সকালে বাবা হযরত আলী তার মেয়েকে মারধর করে। এরপর নিজ বাড়ির ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। এতে মেয়েটি গুরুতর আহত হলে প্রথমে তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে দুপুরে মেয়েটি মারা যায়। মেয়েটির বাবা শহরের একটি গ্যারেজ মালিক। বেশ কিছুদিন আগে গাড়ির টায়ার ফেটে তিনি আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি মানসিক রোগী হয়ে যান বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের বলেন, ওই মেয়ের বাবা হযরত আলী তার নিজের মেয়েকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে।