হাসিবুল হাসান লাভলুর দশম মৃত্যুবার্ষিকী

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসিবুল হাসান লাভলু/ ছবি: সংগৃহীত

হাসিবুল হাসান লাভলু/ ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রমিক নেতা ও সাবেক পৌর মেয়র হাসিবুল হাসান লাভলুর দশম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৪ জানুয়ারি)।

এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের আলীপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়া বিকেলে শহরের আলীপুরের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

২০১০ সালের ২৪ জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

শেখ হাসিনার সঙ্গে হাসিবুল হাসান লাভলু/ছবি: সংগৃহীত

হাসিবুল হাসান লাভলুর বড় ছেলে শরিফুল হাসান প্লাবন। প্রথমে ছাত্রলীগ বর্তমানে শহর আওয়ামী লীগের সদস্য। ছোট ছেলে আশরাফুল হাসান প্রলয়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

লাভলু ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) একাধিকবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।