সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত

রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়কের লক্ষ্মীপুর অংশে ভাঙা রাস্তা পুনঃসংস্কারের দাবিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ-লক্ষীপুর সড়কে অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ সরকার, সাব্বির, আতিকুর শামিম, মেহেদী হাসান, কানন, সাজ্জাদ, আরিফ প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে লক্ষীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

বক্তরা বলেন, 'দীর্ঘদিন থেকে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার জনসাধারণসহ শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করাই যায় না। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ রোধে কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।