দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর কুয়াশা কমে গেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকাল পৌনে সাতটার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরণের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া দুটি ফেরি পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে কয়েক শত যানবাহন। তবে কর্তৃপক্ষ বলছে কিছু সময় পরই ঘাটে কোন গাড়ীর চাপ থাকবে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী শাখা ব্যবস্থাপক খোরশেদ আলম ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, সকাল সাড়ে ৯ টার পর কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমান এই নৌরুটে ১৪ টি ফেরি স্বাভাবিক ভাবে চলাচল করছে।