জয়পুরহাটে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ১

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়, ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়, ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাতাপুর রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে কলাবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে মোখলেছুর রহমান নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোখলেছুর রহমান বগুড়ার আদমদিঘী উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দুই জন কলা ব্যবসায়ী জামালগঞ্জ বাজার থেকে কলা ক্রয় করে পিকআপ ভ্যানে কলা নিয়ে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন মাতাপুর রেল ক্রসিং অতিক্রম করার সময় কলাবাহী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যান চালকের মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।