৪০ দিনের মেয়েকে পানিতে ফেলে হত্যা, আদালতে দায় স্বীকার বাবার
বরগুনার আমতলীতে ৪০ দিনের শিশু কন্যা জিদনীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা জাহাঙ্গীর সিকদার।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাকিব হোসেনের এজলাসে কন্যা সন্তান হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের জাহাঙ্গীর সিকদারের পরপর তিনটি কন্যা সন্তান জন্ম হলে ক্ষিপ্ত হয় সে। গত ৮ ডিসেম্বর জন্ম নেওয়া জিদনী নামের শিশু কন্যাকে তিনি মেনে নিতে পারেননি। তার আশা ছিল একটি পুত্র সন্তান হবে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা জাহাঙ্গীর সিকদার শিশু কন্যা জিদনিকে পাশের একটি ডোবায় ফেলে দেয়। শিশু কন্যাকে না পেয়ে স্ত্রী ও তার শাশুড়ি পারুল বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্বজনদের খোঁজাখুজির পর শিশুটির মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিশুটির পিতা জাহাঙ্গীরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর এই হত্যার কথা স্বীকার করেন।