কুমিল্লায় বিজিবির হাতে ২ পুলিশ সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

কুমিল্লা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরাকালে দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল উত্তর সীমান্তবর্তী এলাকায় এই আটকের ঘটনাটি ঘটে।

আটক হওয়া পুলিশ সদস্যরা হলেন কুমিল্লার বুড়িচং থানার কনস্টেবল নজরুল ইসলাম ও নূরুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার-১০ বিজিবির শংকুচাইল ক্যাম্পের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বুড়িচং থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্তের শংকুচাইল উত্তর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের সীমান্তে আসার কারণ জানতে চায়। পরে এই নিয়ে বিজিবির সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ওই পুলিশ সদস্যরা। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ওই দুই পুলিশ সদস্যকে বিজিবির ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ক্যাম্পে এসে তাদেরকে নিয়ে যান।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, বিষয়টি নিয়ে বিজিবির একটি রং ইনফরমেশন ছিল। আটকের মত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক আটকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।