প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ২ ব্যবসায়ীর জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক এবং মাহামুদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক জানান, ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই আইন অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় চাল ব্যবসায়ী বজলু মিয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং রকিবুল ইসলামের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।