মুজিববর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীর কালুখালীর দুটি ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কালুখালীর বোয়ালিয়া ও দুপুরে মাঝবাড়ীর সোনাপুর মোড়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রথমে বোয়ালিয়া ইউনিয়নের নসরত শাহী রামচন্দ্রপুর আশ্রয়ণ প্রকল্পে প্রি-প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির শিক্ষার্থীসহ এলাকার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর দুপুরে মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর মোড়ে ও কালিকাপুর ইউনিয়নের পাড়াবেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান মজনু, মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন মোল্লা, কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মোবি প্রমুখ।

কম্বল বিতরণকালে জেলা পরিষদের সদস্য মো. খায়রুল ইসলাম খায়ের বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিমের নির্দেশে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতে পাংশা-বালিয়াকান্দি-কালুখালীতে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।