ঝিনাইদহ জেলা কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ জেলা কারাগার, ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা কারাগার, ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা কারাগারে নিজাম উদ্দিন নামের এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ার হিম চাঁদের ছেলে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেল সুপার গোলাম হোসেন জানান, নিজাম উদ্দিন মাদক মামলায় জেলাখানায় আটক ছিলেন। সোমবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।