শিশু অপহরণের দায়ে কুষ্টিয়ায় এক নারীর যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

যাবজ্জীবন সাজা পাওয়া নারী, ছবি: সংগৃহীত

যাবজ্জীবন সাজা পাওয়া নারী, ছবি: সংগৃহীত

কুষ্টিয়া দৌলতপুর থানায় শিশু অপহরণ মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের চাঁদ আলীর কন্যা বেদেনা খাতুন ওরফে লিমা(৩৮)।

এই মামলায় অপর ৩ আসামি ঠেকারী খাতুন, চাঁদ আলী ও আব্দুর রশিদদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর, সকাল ৯টায় দৌলতপুর উপজেলার খলিশাকুনিড গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুন তার ৬ মাস বয়সী শিশুপুত্র কর্ণকে ঘরের বারান্দায় রেখে গৃহস্থালির কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন, এসময় আসামি বেদেনা খাতুন লিমাসহ অপর তিন সহযোগীর যোগসাজশে শিশু কর্ণকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় শিশুর পিতা ছমির আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে ৪জনের নামে দৌলতপুর থানায় মামলা করেন।