ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত উজ্জল হোসেন মালিথা/ছবি: বার্তা২৪.কম

সড়ক দুর্ঘটনায় নিহত উজ্জল হোসেন মালিথা/ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়ায় মাইক্রোবাসের ধাক্কায় উজ্জল হোসেন মালিথা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে গিলাবাড়ীয়ার কিংশুক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। সে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রাম থেকে শহরে আসছিলেন। কিংশুক ইটভাটার সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে উজ্জল হোসেন গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাইক্রোবাস ও চালক মাহফুজুর রহমান বাবলুকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।