লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন ছেড়ে গেলে মির্জারকোট এলাকায় কাটা পড়া মরদেহটি দেখতে পান যাত্রীরা। ওই সময় ট্রেনের যাত্রীরা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে এলাকাবাসী ও পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। স্থানীয়দের ধারণা রেললাইনে বসে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে অথবা আত্মহত্যা হতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত মিলন ইসলাম বার্তা২৪.কমকে জানান, নিহত বৃদ্ধের পরনে সাদা চেক শার্ট, চেক লুঙ্গি, নীল গেঞ্জি পরা ছিল।

পাটগ্রাম স্টেশন মাস্টার মোকছেদ আলী বার্তা২৪.কমকে সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে থানায় খবর দিলে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।