ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত স্বপন হোসেন, ছবি: সংগৃহীত

নিহত স্বপন হোসেন, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে স্বপন হোসেন (৩৮) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এবং মান্দারবাড়িয়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

নিহতের চাচা ওয়াজেদ আলী জানান, স্বপন হোসেন রাত সাড়ে ৯টার দিকে বাড়ীর সামনের একটি চায়ের দোকানে বসে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে।

এতে ঘটনাস্থলেই স্বপন নিহত হয়। এসময় তার ভাই মিল্টন হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এ ব্যাপারে মহেশপুর থানার নবাগত ওসি মোরশেদ হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।