বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আবু সালেহকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খুন হওয়া গৃহবধূর নাম জাঁকিয়া আক্তার। তিনি বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের মো. বাদল হাজীর মেয়ে। স্থানীয় একটি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

স্থানীয় লোকজন জানান, দুই বছর আগে পার্শ্ববর্তী উত্তর গুদিঘাটা গ্রামের মো. রত্তন হাওলাদারের ছেলে আবু সালেহের সঙ্গে জাকিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাকিয়া বাবার বাড়িতে থেকে পড়াশুনা করতো। আবু সালেহ বাড়িতে এলেই জাকিয়ার সঙ্গে বিভিন্ন সময় নিয়ে প্রায়ই ঝগড়া লাগতো। আজ বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে সালেহ উত্তেজিত হয়ে জাকিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। পরে অভিযান চালিয়ে স্বামী আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।