মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাঁটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়া জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়া জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় ট্রেনে কাঁটা পড়ে শাহজাহান শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বড় স্টেশনের পূর্বপ্রান্তে হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহজাহান শেখ শহরতলীর হরিশংকরপুর উত্তর লাহিনী এলাকার সাত্তার শেখের ছেলে।

এলাকাবাসীরা বার্তা২৪.কমকে জানান, শাহজাহান শেখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বোবা)। সে সকালে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। এসময় ট্রেনে কাঁটা পড়ে সেখানেই তার মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বার্তা২৪.কমকে বলেন, ‘মঙ্গলবার সকালে পোড়াদহ হতে গোয়ালন্দগামী ছেড়ে যাওয়া ‘যমুনা’ ট্রেনে কাটা পড়ে মারা যান ওই প্রতিবন্ধী। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’