কুষ্টিয়ায় ৩ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বার্তা২৪.কম

ভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বার্তা২৪.কম

ইটের মাপে কারচুপি করায় কুষ্টিয়ার তিনটি ইটভাটার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

সেলিমুজ্জামান জানান, নীতিমালা অনুযায়ী প্রতিটি ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ
১১.৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার থাকতে হবে। কিন্তু মেসার্স এমআইএইচ ব্রিকস, কেএএস ব্রিকস ও এনসিসি ব্রিকসের ইটগুলোর মাপে কারচুপি করা হচ্ছিল। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে এ কারচুপির প্রমাণ পাওয়ায় মেসার্স এমআইএইচ ব্রিকসের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা, কেএএস ব্রিকসের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এনসিসি ব্রিকসের মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় এ জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের নমুনা সংগ্রহকারী মহিদুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।