নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

নীলফামারী জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

নীলফামারী জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মিন্টু মিয়া (৫২) নামে এক সবজী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে জেলার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ফুলকপি বিক্রির জন্য ভ্যান যোগে পার্বতীপুর নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা ঘটনাস্থলেই মারা যান মিন্টু মিয়া। এ সময় আহত হন ভ্যান চালক জামিরুল ইসলাম (৪০)। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেছেন, আহত ব্যক্তির বাড়িও বোতলাগাড়ি ইউনিয়নে।

বিজ্ঞাপন